কথা রাখলেন ‘দিদি’ । করোনা আক্রান্ত হয়ে মৃত দলের বিধায়ক গুরুপদ মেটের স্ত্রী রুনু মেটেকে চাকরীর নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রী শ্যামল সাঁতরা প্রয়াত বিধায়কের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুনু মেটের হাতে ভূমি ও ভূমি সংস্কারের দপ্তরের নিয়োগপত্র তুলে দেন ।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর বাঁকুড়ার ইন্দাসের তৃণমূল বিধায়ক কোভিড আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন । সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তা জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত বিধায়কের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ।
https://www.facebook.com/230205334351193/videos/393329231863392
প্রয়াত বিধায়কের স্ত্রী রুনু মেটে বলেন, দিদি ফোনে খবর নিয়েছেন । অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে দিদি চাকরীর ব্যবস্থা করেছেন । এই প্রাপ্তিতে তার ভালো লাগছে বলে তিনি ।
মন্ত্রী শ্যামল সাঁতরা বলেন, বিধায়ক গুরুপদ মেটের মৃত্যুর পর থেকেই আমরা তার পরিবারের পাশে আছি । মন্ত্রীসভার মিটিং শেষে দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগপত্র আমার হাতে দেন । তিনি সেই নিয়োগপত্র বিধায়কের স্ত্রীর হাতে তুলে দেন বলে জানান ।