মালদা, ১৭ জুলাই : অবস্থানরত মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের সাথে দেখা করলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সংসদ খগেন মুর্মু । এদিন তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থানে বসা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের সাথে দেখা করেন । তাঁদের সমস্যার শোনেন । কথা শুনে সমস্যা সমাধানের আশ্বাস দেন ।
উল্লেখ্য, স্থায়ীকরণ সহ ৬৫ বছর পর্যন্ত কাজের দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৭ জন চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী ।গতকাল সকাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ এবং অস্থায়ী কর্মীরা । তাদের দাবি, হঠাৎ করে এই ১৭৭ জন কর্মীকে নোটিস দেওয়া হয়েছে যে আগামী আগস্ট মাস থেকে কাছ থেকে সরিয়ে দেওয়া হবে ।