আমাদের খবরের জেরে বৃহস্পতিবার সন্তানহীন বৃদ্ধা তসলিমা বেওয়ার পাশে দাড়ালো চাঁচলের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতার সমাজসেবক তন্ময় দত্ত । মালদহের চাঁচল ১ ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় বৃদ্ধাকে একমাসের খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও শীত বস্ত্র দেওয়া হয়েছে জানিয়েছেন সংস্থার সদস্য মোজাম্মেল হক ও আনোয়ারুল হক।
এছাড়াও সংবাদ মাধ্যমে জানতে পেরে ৪০০ কিলোমিটার দূর কলকাতা থেকে ঘরে বসেই চাঁচলের ওই বৃদ্ধার জন্য আর্থিক সাহায্য পাঠিয়েছেন সমাজসেবক তন্ময় দত্ত।
তিনি বলেন সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানায়। তাদের জন্যই আমরা মানুষের পাশে দাড়াতে পারছি। জানা যায়, তন্ময় বাবু একাধিক বার কলকাতা থেকে মালদার দুর্গত ও অভাবী মানুষকে আর্থিক অনুদান পাঠিয়েছেন। সমাজে এইরকম মানুষ পাওয়া বিরল।
উল্লেখ্য, সোমবার ওই বৃদ্ধার বাসস্থানটি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। চরম দুর্দশায় রয়েছে বৃদ্ধা। খোলা আকাশের নীচে ঠাই হয়েছে বর্তমানে। এমন সামাজিক মূলক কর্তব্যে তাদের কুর্নিশ জানাচ্ছেন সকলেই। তবে বৃদ্ধার বাসস্থান নিয়ে চিন্তিত প্রতিবেশীরা। স্থানীয় প্রধান বিডিওকে একটি স্মারকম জমা করেছেন সাহায্যের জন্য।