Home আজকের খবর খবরের জের : দৃষ্টিহীন বিশুয়ার পাশে টিএমসিপি

খবরের জের : দৃষ্টিহীন বিশুয়ার পাশে টিএমসিপি

আমাদের খবরের জেরে সাহায্য পেল দৃষ্টিহীন বিশুয়া দাস(৬৫)। মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামের বাসিন্দা বয়স পঁয়ষট্টির পৌঢ়া দৃষ্টিহীন বিশুয়াবাবুর পরিবারের জীবন দুর্দশার কথা আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। খবরের জেরে মঙ্গলবার তার বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন তারা অসহায় পরিবারটিকে চাল,ডাল ও কিছু অর্থীক সাহায্য করেন বলে খবর।

উল্লেখ্য দৃষ্টিহীন বিশুয়া-স্ত্রী,ছেলে ও মেয়েকে নিয়ে একটি মাত্র আঁটোসাঁটো ভাঙা ঘরে পলিথিন টাঙিয়ে কোনোরকমে দিনগুজরাণ করেন।মিলেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, হয়নি প্রতিবন্ধী সংশাপত্রও। প্রায় ৩৫ বছর ধরে অন্ধ অবস্থায় বাড়িতে বসে রয়েছে সে। চুলে পাক ধরেছে। চামড়া কুঁচকে গেছে।বয়সের ভারে নুয়ে পড়েছে। দৃষ্টিহীন বিশুয়া একাই চলাফেরা করতে পারে না। একমাত্র ছেলে বললাম দাস বাবাকে নিয়ে হাঁটা-চলা করে।

স্ত্রী কুশমি দাস দিনমজুর করে পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেন।যেদিন কাজ জোটে না সেদিন তাদেরকে হয় অর্ধাহারে না হয় অনাহারে থাকতে হয়। তাদের জীবনের বেঁচে থাকার লড়াইয়ের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ছাত্র পরিষদের সদস্যরা।

এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক কৃষ্ণ মহালদার সহ ছাত্র পরিষদের সদস্যরা।

হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ-সভাপতি অবিনাশ দাস জানান, খবরের জেরে বিশুয়া বাবুর চরম দুর্দশার কথা জানতে পেরে মঙ্গলবার আর্থিক সহযোগিতার পাশাপাশি চাল-ডাল দিয়েও সাহায্য করেন। এবং নির্বাচনের পর প্রতিবন্ধী সার্টিফিকেট ও ভাতার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments