বীরভূমের দুবরাজপুরে নবী দিবসের প্রাক্কালে নিশান ও লাইট বিক্রিতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা
এখন চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব। তারপরই আগামী ৩০ শে অক্টোবর আসছে বিশ্ব নবী দিবস অর্থাৎ ইদ মিলাদুন নবী।
হিজরি সনের ১২ ই রবিউল আউয়াল হজরত মহম্মদ জন্মগ্রহণ করেন। তাই এই দিনটিকে ইদ মিলাদুন নবী বলা হয়। এই উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুরে মহা সমারোহে পালিত হয় দিনটি। এলাকার প্রতিটি ঘরে ঘরে আলোক সজ্জায় সজ্জিত করে এবং ইসলামিক ঝাণ্ডা অর্থাৎ নিশান লাগানো হয়।
ক্ষতির মুখে ব্যবসায়ীরা ( বীরভূম )
ক্ষতির মুখে ব্যবসায়ীরা ( বীরভূম )
Gepostet von ACN Life News am Freitag, 23. Oktober 2020
তাই ব্যবসায়ীরা মুখিয়ে থাকেন এই দিনটার জন্য। কিন্তু করোনা ভাইরাসের জন্য মানুষের জীবন বাঁচাতে সরকার অনেক অনুষ্ঠান বাতিল করেছে। পাশাপাশি এই মুহুর্তে মানুষের হাতে কোনও কাজ নাই।
তাই গত বছরের তুলনায় এবারে সেরকম বেচাকেনা না থাকায় নিশান ও লাইট ব্যবসায়ীরা এখন ক্ষতির মুখে। ব্যবসায়ী সেখ ইউসুফ জানান, প্রতিবছর ভালো বেচাকেনা হয় কিন্তু এ বছর করোনা ভাইরাসের জন্য সেরকম বেচাকেনা নাই।