খুব তাড়াতাড়ি চালু হবে কি, বর্ধমান- কাটোয়া শাখার ট্রেন? জোর কদমে চলছে কাজ।
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রেল পরিষেবা। করোনাভাইরাস এর জেরে রাজ্যের মানুষ নাজেহাল।বিভিন্ন দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছে। চলতে শুরু করেছে বিভিন্ন জেলায় জেলায় বাস পরিষেবা।
আজ থেকে ভাতার রেললাইনের লাইন সংস্কারের কাজ শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হতে পারে কাটোয়া বর্ধমান শাখার ট্রেন। ট্রেন চালু হলে বহু মানুষ উপকৃত হবে বলে জানিয়েছে স্থানীয়রা।
খুব তাড়াতাড়ি চালু হবে কি বর্ধমান-কাটোয়া শাখার ট্রেন ? ( ভাতাড় )
খুব তাড়াতাড়ি চালু হবে কি বর্ধমান-কাটোয়া শাখার ট্রেন ? ( ভাতাড় )
Gepostet von ACN Life News am Montag, 7. September 2020
কবে করোনাভাইরাস নির্মূল হবে, কবে ট্রেন চালু হবে এই তার দিকে তাকিয়ে সকলেই।