মালদা, ১৪ জুলাই : ঋনের টাকা শোধ দিতে না পারায় বিধবা মহিলা ও তাঁর দু’ই মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন । ১১ দিন ধরে নির্যাতন চলে বলে অভিযোগ । অবশেষে স্বল্প কিছু টাকার বিনময়ে অভিযুক্তের কাছ ছাড়া পান তাঁরা । ঘটনাটি মালদার । ঘটনার বিরুদ্ধে ইংরেজ বাজার থানায় অভিযোগ জানাতে গেলে থানা থেকে অভিযোগ নিতে অস্বীকার করা হয় । এরপরই ওই মহিলা আদালতের দ্বারস্থ হয় । পরে আদালতের নির্দেশেই ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করে মহিলা ।
মহিলা জানান, তিনি মুম্বাইয়ে থাকতেন । তাঁর স্বামী সেখানে কন্টাক্টরের কাজ করতেন । মহিলার স্বামী তাঁর ছেলের নামে মালদায় একটি জমি কেনেন । এরপর গত বছর স্বামী মারা গেলে টাকার প্রয়োজন হলে তিনি এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ঋণ নেন । সেই ব্যক্তিকে মহিলা জানান জমি বিক্রি করে তাঁকে টাকা শোধ করে দেবেন ।
কিন্তু জমিটি অন্যের নামে থাকায় তা বিক্রি করতে আদালতের প্রয়োজন পড়ে মহিলার । তাই তিনি সেই জমি বিক্রি করতে মালদা আসেন । অভিযোগ, সেই সময় ওই ব্যক্তি তার দলবল নিয়ে ওই মহিলা ও তাঁর দুই মেয়েকে রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যায় । টানা ১১ দিন ধরে একটি ঘরের মধ্যে আটকে রাখে । একভাবে শারিরীক ও মানসিক অত্যাচার করেন বলেও অভিযোগ মহিলার । পরে এক পরিচিতের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তকে কিছু টাকা দিয়ে ছাড়া পান বলে জানান মহিলা ।
এরপরই ঘটনার বিষয়ে অভিযোগ জানাতে আদালতের দ্বারস্থ হন তিনি । আদালতের নির্দেশে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত ও তার দলবল ।