গুরুতর অসুস্থ কিম জং উন!
সম্প্রতি করোনা ছড়াচ্ছে উত্তর কোরিয়ায়। পিয়ংইয়ংয়ের অভিযোগ, দক্ষিণ কোরিয়া থেকে লিফলেটের মাধ্যমে তাদের দেশে করোনা ছড়িয়ে দেওয়া হয়েছে। কিম ইয়ো বলেন, ‘‘দাদার খুব জ্বর এসেছে। যদিও এই অবস্থাতেও দাদা বিশ্রাম নেওয়ার সময় পাচ্ছেন না।গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। কিম কি করোনা আক্রান্ত হলেন? সে খবর অবশ্য পাওয়া যায়নি।
তিনি সবসময় দেশের মানুষের হিতের চিন্তায় মগ্ন।’’ কিন্তু তাঁর বক্তব্যে স্পষ্ট নয়, কিমের সত্যিই করোনা হয়েছে কি না।এই প্রথম দাদা কিমের শারীরিক অবস্থা নিয়ে সরাসরি কিছু জানালেন বোন। পাশাপাশি কিমের বোন তোপ দেগেছেন দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধেও।বিশ্ব জুড়ে করোনা অতিমারির জেরে যখন লকডাউন জারি করা হয়েছিল, তখনও উত্তর কোরিয়া দাবি করেছিল, করোনা তাদের দেশে প্রবেশ করেনি। এ বার তাদের অভিযোগ, দক্ষিণ কোরিয়া লিফলেটের মধ্যে করোনা ভাইরাস ভরে তা উত্তর কোরিয়ায় ছড়িয়ে দিয়েছে।
তার জেরেই কি জ্বরে ভুগছেন কিম? মাঝেমাঝেই তাঁর শরীর নিয়ে বিভিন্ন খবর শোনা যায়। যদিও কোনও বারই সেই দাবির সত্যতা স্বীকার করে না পিয়ংইয়ং। কিন্তু এ বারই প্রথম তা করা হল।