পূর্ব বর্ধমান জেলার ভাতার ভাতারে কৃষকরা সহায়কমূল্যে ধান বিক্রির জন্য টোকেন সংগ্রহ করতে গেলে তাদের হয়রানির শিকার হতে হচ্ছে।এই অভিযোগ তুলে কৃষকদের বিক্ষোভে আজ ভাতার কৃষিমাণ্ডিতে ব্যপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, সহায়ক মূল্যের ধান বিক্রি করার জন্য টোকেন সংগ্রহ করতে গেলে ভোর থেকে লাইন দিয়েও তারা টোকেন পাচ্ছেন না। অথচ দফতর থেকে তাদের সকালেই জানিয়ে দেওয়া হচ্ছে ৭0 থেকে ৮০ জন কৃষকের নাম নথিভুক্ত হয়ে গিয়েছে।তাই আর সুযোগ নেই।অন্যদিন আসার জন্য বলা হচ্ছে। কৃষকরা জানান এভাবে পর পর তিন চারদিন ধরে তারা ফিরে যাচ্ছেন।কিন্তু টোকেন পাচ্ছেন না।
https://www.facebook.com/230205334351193/videos/3185418488234099
এদিন শতাধিক কৃষক টোকেন সংগ্রহ করতে না পেরে ব্যাপক বিক্ষোভ দেখায় কৃষকরা। পরে খাদ্য দপ্তরের আধিকারিকদের আশ্বাসে এই বিক্ষোভ উঠে।
ভাতার ব্লকের কৃষক স্বরূপ সরকার জানান, প্রতিদিন সহায়ক মূল্যে ধান বিক্রি করার জন্য টোকেন সংগ্রহ করতে এলে ফিরে যেতে হচ্ছে। কারণ ভোরবেলা থেকে সেই নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে । আমরা সঠিক নিয়ম টোকেন দেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে।
অন্যদিকে কৃষি আধিকারিক মুকুল রায় জানান ,যাতে ব্লকের সমস্ত কৃষক সহায়ক মূল্য ধান বিক্রয় করার সুযোগ পায় তার জন্য ব্লক আধিকারিকের সঙ্গে আলোচনা করে টোকন দেওয়ার কাজ শুরু করব।