শান্তিনিকেতন, ১৪ জুলাই : এই প্রথম শান্তিনিকেতনে হাঁটুর লিগামেন্ট রিপেয়ারিং সার্জারি সম্পন্ন হল ‘শান্তিনিকেতন সেবানিকেতন’ নার্সিংহোমে। ডাক্তার সমীরণ দে-র তত্ত্বাবধানে এইকাজ সম্পূর্ন হয় ।
নার্সিংহোমের সুসংহত ও পরিকাঠামোগত উন্নত ব্যবস্থাপনায় উচ্ছ্বসিত ডাক্তারবাবু ও সহযোগীরা।
এই সাফল্যে খুশি নার্সিংহোম কর্তৃপক্ষ । খুশী কর্মীরাও ।
এই নার্সিংহোমে এখন থেকে যেকোন জটিল অপারেশনের সবরকম সুবিধা মিলবে বল জানিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। অত্যাধুনিক ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ডাক্তারবাবুদের সহায়তায় এই সুবিধা পাওয়া যাবে বলে জানান তাঁরা।