Home ৩ স্টার ৩ স্টার ও ৫ স্টার AC এর পার্থক্য জেনেনিন।

৩ স্টার ও ৫ স্টার AC এর পার্থক্য জেনেনিন।

দোকানে গিয়ে এসি (AC) কেনার আগে নানা অজানা প্রশ্নের উদয় হয় মনে। আর আপনি যদি প্রথম বার এসি (AC) কিনতে যান, তাহলে তো আর কথাই নেই! আর সেই নানাবিধ প্রশ্নের মধ্যেই একটা কমন প্রশ্ন হল, এসি -তে কেন Star Rating দেওয়া হয়? কী ভাবেই বা নির্ধারিত হয় এসি রেটিং? আর সেই ১-৫ স্টার রেটিংয়ের মধ্যে কোনটিই বা ভালো হতে পারে? ভালো অর্থাৎ, বিদ্যুৎ বিলও কম খরচ হবে আবার সেই সঙ্গেই শান্তিতে ঘুমটাও হবে।

যে AC যত কম ইনপুট পাওয়ার ব্যবহার করে, সেই এসির স্টার রেটিং তত বেশি। সেই কারণেই বেশি স্টার রেটিংয়ের এসিতে বিদ্যুৎ সাশ্রয় হয়। আর এই সব দিক মিলিয়ে আপনার জন্য সেরা হতে পারে ৩ স্টার রেটিং থেকে শুরু করে ৫ স্টার রেটিং-এর মধ্যে যে কোনও একটি এয়ার কন্ডিশনার।বিশেষজ্ঞরা বলছেন, ৫ স্টার এসির কনডেন্সার বেশ বড় হয়। অন্য দিকে ৩ স্টার AC-ও যথেষ্ট এনার্জি এফিশিয়েন্ট হয় এবং তাদের কনডেন্সার অপেক্ষাকৃত ছোট হয়।

এটা একটা বড় কারণ, যার জন্য একটি ৫ স্টার এসি ৩ স্টারের থেকে কম শক্তি ব্যবহার করে এবং তার জন্য আখেরে ৩ স্টারের তুলনায় ৫ স্টার AC ব্যবহারে ইলেকট্রিসিটি বিল অপেক্ষাকৃত কম আসে। পরিসংখ্যান বলছে, একটি ৩ স্টার এসি ঘণ্টায় গড়ে ১ ইউনিট বিদ্যুৎ খরচ করে। সেই জায়গায় ১.৫ টনের একটি ৫ স্টার এসি ঘণ্টায় মাত্র ০.৮৪ ইউনিট ব্যবহার করে।আর এদিকে, ৩ Star AC-র বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে তাদের ফিল্টার। হালফিলের প্রায় সব ৩ স্টার এয়ার কন্ডিশনারগুলিতে ফিল্টার দেওয়া হচ্ছে, যা মানুষকে ধুলো এবং দূষণমুক্ত বাতাস দিতে পারে। সেই সঙ্গেই আবার ৩ স্টার এসিগুলিতে থাকছে টার্বো মোড, স্লিপ মোড এবং ইকো মোডের মতো একাধিক বৈশিষ্ট্য।

কিছু কিছু কোম্পানি আবার এখন ৩ স্টার Smart AC-ও বিক্রি করছে, যা কাস্টমাইজ করা যায়। এই এতসব বৈশিষ্ট্যের পরে আপনার বাজেট যদি অপেক্ষাকৃত কম হয়, তাহলে আপনি ৩ স্টার এসি (3 Star AC) কিনতে পারেন।৩ স্টার এসি ও ৫ স্টার এসি ছাড়াও আর একরকমের এসি এখন বাজারে দেখা যাচ্ছে। সেটি হলো স্মার্ট এসি (Smart AC), যেটি সাধারণ এসির মতোই। তবে এই ধরনের এসিগুলিতে কিছু স্মার্ট ফিচার্স থাকে, যা আপনি সাধারণ এসিতে পাবেন না। স্মার্ট AC-তে থাকে WiFi কানেক্টিভিটি, যা আপনি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments