ফের সাফল্য সোনামুখী বনদপ্তরের উদ্ধার করল একটি পূর্ণবয়স্ক ভারতীয় ফ্ল্যাপশেল কচ্ছপ ।
বন বিভাগ সূত্রে খবর গত কাল রাতে রাধামোহন পুর গ্রাম পঞ্চায়েতের বন্দলহাটি গ্রাম থেকে এক ব্যক্তির ফোন করে সোনামুখী ফরেস্ট অফিসার কে জানান বন্দলহাটি গ্রামে জলাশয় থেকে একটি কচ্ছপ লোকালয়ে চলে আসে তড়িঘড়ি সোনামুখী ফরেস্ট অফিসার দয়াল চক্রবর্তী মহাশয় ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই পূর্ণবয়স্ক ভারতীয় ফ্ল্যাপশেল কচ্ছপটি উদ্ধার করে সোনামুখী বনদপ্তর অফিসে নিয়ে আসা হয় ।
https://www.facebook.com/230205334351193/videos/819189808895590
সোনামুখী ফরেস্ট অফিসার দল চক্রবর্তী বলেন আমরা গতকাল রাতে বন্দলহাটি গ্রাম থেকে একটি ভারতীয় ফ্ল্যাপশেল কচ্ছপ উদ্ধার করে নিয়ে আসি এখন কচ্ছপটি আমাদের অফিসে রাখা আছে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এটি আমরা বনের ভেতরে কোন জলাশয় ছেড়ে দেবো ।
এবং তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন কচ্ছপ ধরা কচ্ছপ মারা এবং খাওয়া সবটাই অপরাধ সবাই এই কাজ থেকে বিরত থাকবেন যদি কোথাও কচ্ছপ ধরা পড়ে বা বেরোয় সঙ্গে সঙ্গে আমাদের খবর দেবেন আমরা সেটা উদ্ধার করব ।