এসিএন লাইফ নিউজ, ৭ অক্টোবর : দুর্গাপুজো নিয়ে নতুন নির্দেশ আদালতের । ‘ভ্যাকসিনের দু’টি ডোজ নিলে, তবেই মণ্ডপে ঢুকে অঞ্জলি দেওয়া যাবে । তবেই সিঁদুর খেলায় অংশগ্রহণ করা যাবে ।’ নির্দেশিকা কলকাতা হাইকোর্টের।
হাইকোর্টের তরফে আরও জানানো হয়েছে, ‘ভ্যাকসিনের দু’টি ডোজ নিলেও মাস্ক পরা বাধ্যতামূলক । বড় প্যান্ডেলে একসঙ্গে সর্বাধিক ৬০ জন থাকতে পারবেন । ছোট মণ্ডপে একসঙ্গে সর্বাধিক ১৫ জন থাকতে পারবেন । নামের তালিকা আগে থেকে প্রস্তুত করতে হবে । নিয়ম না মানলে পুজোর অনুমতি বাতিল করতে পারে পুলিশ ।’
গত বছর, করোনা-পরিস্থিতিতে, রাজ্যের সর্বত্র পুজো-মণ্ডপে দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট । এবছরও রাজ্যের তরফে হাইকোর্টকে জানানো হয়, একই নিষেধাজ্ঞা জারি রাখতে তাদের কোনও আপত্তি নেই । এরপর হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, এবারও করোনা সংক্রান্ত গতবারের বিধিনিষেধ মেনেই পুজো হবে ।