এসিএন লাইফ নিউজ, ২৫ নভেম্বর : ১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট । ভোট গ্রহণ হবে ইভিএমে । বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানাল রাজ্য নির্বাচন কমিশন ।
সাংবাদিক বৈঠকে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, “নির্বাচন প্রক্রিয়া ২২ ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে । গণনা নিয়ে চূড়ান্ত ঘোষণা আমরা তিন-চারদিনের মধ্যে জানিয়ে দেব ।” পরে অবশ্য কমিশন জানায়, আপাতত গণনার জন্য ২১ ডিসেম্বর তারিখটিকেই সামনে রেখে এগোচ্ছে তারা ।
তবে কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও, হাওড়ায় পুরভোট নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । ১৯ ডিসেম্বর হাওড়ায় পুরভোট হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।
সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কলকাতার ১৪৪টি ওয়ার্ডে হবে ভোট । ৪,৭৪২টি বুথে হবে ভোট । ৩৮৫টি অক্সিলিয়ারি বুথে হবে ভোটগ্রহণ । ভোট দেবেন ৪০ লক্ষেরও বেশি ভোটার । পুনর্নির্বাচন হলে, তা হবে ২০ ডিসেম্বর । আজ থেকেই চালু হল আদর্শ আচরণবিধি । সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় মিটিং-মিছিল করা যাবে না । ডোর টু ডোর প্রচারে যেতে পারবেন সর্বাধিক ৫ জন । তা জানাতে বলেছি ডিজি-সিপি-কে, ভোটে কত পুলিশ মোতায়েন করতে হবে ।’