এসিএন লাইফ নিউজ, ২৭ জুলাই : ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পেট্রোলের দাম । ডিজেলের দামও পিছিয়ে নেই বললেই চলে । এরইমধ্যে ভাড়া বাড়ানোর দাবি তুলেছে বাস মালিক সংগঠনগুলি । ভাড়া বাড়িয়ে দিয়েছে অ্যাপ ক্যাবগুলি । এবার ভাড়া বৃদ্ধির দাবি জানাল ট্যাক্সি সংগঠন । ভাড়া না বাড়ালে ট্যাক্সি ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে তারা।
ভাড়া না বাড়ালে ১২ অগাস্ট থেকে ৪৮ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘট হবে জানিয়েছে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন । ট্যাক্সি অ্যাসোসিয়েশনের দাবি, ট্যাক্সিতে উঠলেই দিতে হবে ৫০ টাকা । তারপর প্রতি কিলোমিটারে ভাড়া করতে হবে ২৫ টাকা ।
পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার কারণ দেখিয়ে একলাফে গত মাসেই ১৫ শতাংশ ভাড়া বাড়িয়েছিল অ্যাপ ক্যাব ওলা, উবর । কিলোমিটার পিছু ১০ টাকার বদলে ভাড়া বাড়িয়ে করা হয় ১৪ টাকা ৭০ পয়সা । এবার সেই পথেই হাঁটতে চলেছে কলকাতার বুকের হলুদ ট্যাক্সি ।