৩০ কুইন্টাল ধানের জায়গায় ১০কুইনটাল ধান নেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বামনগোলা কৃষক বাজারে বিক্ষোভ কৃষকদের।
বামনগোলা: সরকারি ভাবে বিভিন্ন জায়গায় কৃষকদের কাছ থেকে সরকারি ন্যায্যমূল্যে ধান ক্রয় করা হচ্ছে।
সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে প্রতি কৃষকদের কাছ থেকে ৩০ কুইন্টাল ধান নেওয়া হবে, কিন্তু ৩০কুইনটাল ধানের জায়গায় ১০কুইনটাল করে ধান নেওয়া হচ্ছে কৃষকদের কাছ থেকে। এমনি অভিযোগ করেছেন বামনগোলা ব্লকের কৃষকরা।
এদিন বামনগোলার কৃষক বাজারে কৃষকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের সমস্যা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে প্রতি কৃষকের কাছে ৩০ কুইন্টাল ধান নেওয়া হবে, কিন্তু ১০কুইন্টাল করে ধান নেওয়া হচ্ছে সেই অভিযোগে এদিন কৃষক বাজারে সামনে বিক্ষোভ দেখান কৃষকরা।