বলগড় ব্লক তৃণমূল কংগ্রেস এবং সোমরাবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকারের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে এবং উত্তর প্রদেশের হথরসের দলিত কিশোরীর গণধর্ষণে দোষীদের শাস্তির দাবিতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি শুরু হয় সোমরাবাজার কোলোরা মোড় থেকে দশ কিলোমিটার হেঁটে নাটাগর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। নাটকের বাসস্ট্যান্ডে এসে এক পথসভা হয়। এই পথ সভার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, রাজ্য কিসান ক্ষেতমজুর সম্পাদক তরুণ সেন, হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার, বলাগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, বলাগড় পঞ্চায়েত সমিতির সভানেত্রী পায়েল পাল, হুগলি জেলা পরিষদের বিদ্যুৎ কর্মদক্ষ সঞ্জয় দাস, জেলা পরিষদের সদস্যা পূজা ধর কর্মকার, সোমরাবাজার দুই নম্বর পঞ্চায়েতের প্রধান বিভাস সরকার, জিরাট অঞ্চল সভাপতি জয়দীপ মুখার্জি সহ তৃণমূল নেতৃত্বরা।
এদিনের পথসভা থেকে হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি তথা হুগলি লোকসভা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুমনা সরকার বলেন গত কয়েকদিন আগে বিজেপির একটা মিছিল হয় সেই মিছিলে অর্জুন সিং এসে মানুষকে বোকা বানাতে এসেছিল।
তারা বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থক নিয়ে মিছিল করেছে আর আমরা শুধু বলাগড় ব্লকের মধ্যে থেকে তৃনমূলের কর্মী-সমর্থকদের নিয়ে এই মিছিল । মানুষের জনজোয়ার বয়ে গেছে। এক কথায় বলা যেতে পারে বিজেপিকে মোক্ষম জবাব দিয়েছে আজকের এই মিছিল।