কৃষি আইনের সমর্থনে সুবিশাল মিছিল করল বিজেপি নেতৃত্ব।রবিবার দুপুরে মানিকচক বিধানসভা বিজেপি নেতৃত্বের আয়োজনে সুবিশাল এই মিছিলটি করা হয়।মহিষ গাড়ি সঙ্গে নিয়ে বাঁকিপুর এলাকা থেকে রাজ্য সড়ক ধরে মিছিলটি বের হয়ে কামালপুর গ্রাম হয়ে দীর্ঘ পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মথুরাপুর এলাকায় পৌঁছে শেষ হয় মিছিলটি।মিছিল থেকেই রাজ্য সরকারকে একাধিক ভাষায় তিরস্কার করে স্লোগান দিতে থাকে বিজেপির নেতা কর্মীরা।
এই মিছিলের নেতৃত্বে ছিলেন, রাজ্য বিজেপি সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী,জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল,জেলা নেতা অভিজিৎ মিশ্র,মন্ডল সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থকরা হাতে দলীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হয়।মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি সকল মানুষকে কৃষি আইন এর সমর্থন করার আহ্বান জানান বিজেপি নেতৃত্ব।
কৃষি বিলের সমর্থনে মিছিল ( মালদা )
কৃষি বিলের সমর্থনে মিছিল ( মালদা )
Gepostet von ACN Life News am Sonntag, 4. Oktober 2020
এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী জানান, কৃষকদের উন্নতি হলে দেশের উন্নতি হবে। এতদিন কৃষকরা বঞ্চিত ছিল। হজে কৃষি আইনের মাধ্যমে দেশের কৃষকরা স্বাধীনতা পেয়েছে। কিন্তু বিরোধীরা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাই আজ কৃষি আইনের সমর্থনে এই সুবিশাল পদযাত্রা।