কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরনের কাজ চলছে দ্রুত গতিতে। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরনের কাজ চলছে ভাতার কৃষিখামারের অফিসে।
এই কাজ চলবে আগামী 25 শে নভেম্বর পর্যন্ত। এদিন এই কাজে তদারকি করতে আসেন ভাতার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ পাল ।
https://www.facebook.com/230205334351193/videos/910982342766872
তিনি জানান ,সমস্ত কৃষক যাতে এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসে তার জন্য গতকাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তিকরণ এর কাজ চলছে ভাতার কৃষি খামার অফিসে।
যে সমস্ত কৃষক, কৃষকবন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ভাতার এডিও অফিসে ফর্ম জমা করেছিলেন ,সেই সমস্ত কৃষকদের ডেকে পাঠিয়ে তাদের জমির প্রমাণপত্র যাচাই করার কাজ চলছে। তবে যথারীতি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন পত্র পঞ্চায়েত এবং এডিও দপ্তরে জমা নেওয়ার কাজ চলবে।