পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতারের রাজনন্দিনী ম্যারেজ হলে ভাতার এক নম্বর কৃষক কমিটির উদ্যোগে গণসংগঠন সমূহকে নিয়ে গন কনভেনশনের আয়োজন করা হয়।
এই সভায় উপস্থিত ছিলেন সি পি আই এম পার্টির প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল, CITU ভাতার এক নম্বর আঞ্চলিক কমিটির সম্পাদক ডালিম রায় ,কৃষক নেতা বামাচরণ ব্যানার্জি, পূর্ব বর্ধমান খেতমজুর ইউনিয়নের সদস্য নজরুল হক, কুনাল বক্সী, পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সদস্য অচিন্ত্য মল্লিক সহ বামপন্থী কর্মী বৃন্দ।
https://www.facebook.com/230205334351193/videos/368507507591780
নয়া কৃষি আইনের প্রতিবাদে আগামী 26 শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে
ভাতার এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে এই কনভেনশনের আয়োজন করা হয়েছে।
সারা ভারত কৃষক সভার সম্পাদক নজরুল হক জানান, মূলত সাত দফা দাবির ভিত্তিতে সমস্ত বাম সংগঠনগুলি ডাকে আগামী 26 শে নভেম্বর গ্রামেগঞ্জে ধর্মঘটের সমর্থনে এই কনভেনশনের আয়োজন।