দু’জনেই জনপ্রিয় তারকা। আলাদা আলাদা ভাবে অনেক সফল ছবি তাঁরা উপহার দিয়েছেন বলিউডকে। তবে, একসঙ্গে দু’জনকে এখনও পর্দায় দেখা যায়নি। শোনা যাচ্ছে, এ বার পর্দা ভাগ করবেন কৃতি-শাহিদ।গল্পের নায়িকা রোবট। তার শরীরে গোলযোগ দেখা দিলে এসে পড়বে রোবট বিশেষজ্ঞ।
এই দু’টি ভূমিকায় এ বার দেখা যাবে কৃতি শ্যানন এবং শাহিদ কপূরকে। বলিউডে চমক আনতে চলেছে সেই রোবট-রোম্যান্স।২৫ অক্টোবর ছবি মুক্তির পর আবার সময় দিতে পারবেন। ফিরে যাবেন নতুন ছবির সেটে।সূত্রের খবর, রোবটের প্রেম নিয়ে নতুন ছবি শীঘ্রই আসছে। কৃতি এবং শাহিদ শুটিংয়ে যাচ্ছেন। ছবির কিছু অংশ ইতিমধ্যেই শুট করা হয়ে গিয়েছে।
তার পরই নাকি ‘ভেড়িয়া’-র প্রচারে ব্যস্ত হয়ে পড়েন কৃতি।এটিই তাঁর প্রথম কাজ বলে জানা যাচ্ছে। প্রযোজনায় দীনেশ বিজনা। ছবিতে রোবট সাজবেন কৃতি। আর শাহিদ হবেন রোবট বিশেষজ্ঞ। যন্ত্র আর মানুষের মধ্যে রসায়ন নিয়ে ইংরেজিতে বহু ছবি হয়েছে এর আগে।