কুসংস্কারের বলি এক যুবকের। আবারো সাপে কামড়ে এক যুবকের চিকিৎসার ওঝার ভরসায় পরিণতিতে মৃত্যু সাপে কাটা যুবকের। বিষধর সাপের ছোবলে মৃত এক যুবকের ।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদহের হবিবপুরে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুর ব্লকের নিমবাড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায় মৃত ওই যুবকের নাম লয়েশ মার্ডি(১৮)
মৃত ওই যুবকের পরিবারের সদস্যদের থেকে জানা যায় যে, সোমবার সন্ধ্যা নাগাদ ওই যুবক লোয়েশ মার্ডি বাড়িতে ছাতু খাওয়ার পরে জল খাবার জন্য রান্না করে প্রবেশ করে।
কুসংস্কারের বলি ( মালদা )
Gepostet von ACN Life News am Dienstag, 20. Oktober 2020
ওই সময় রান্নাঘরে বিষধর সাপ তাকে ছোবল মারে।যন্ত্রণায় চিৎকার করে উঠলে পরিবারের লোকেরা প্রথমে তাকে এক ওঝার কাকে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পর অবশেষে শরীরের অবস্থার অবনতি হতে থাকলে তাকে বুলবুলচন্ডী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
পরে খবর দেওয়া হয় হবিপুর থানার পুলিশকে হবিবপুর থানা পুলিশ হাসপাতালে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।