“কাখড়তলা থানার পুলিশের প্রচেষ্টায় সাধারণ মানুষের করোনা টেস্ট”
আজ বীরভূম জেলার কাখড়তলা থানার প্রচেষ্টায় বড়রা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে সিভিক ভোলেন্টার সহ সাধারণ দুশোজন মানুষের লালারসের নমুনা সংগ্রহ করে কোভিড টেস্ট করা হয়।এদিন কাখড়তলা থানা এলাকার ব্যবসায়ী দোকানদার সহ থানায় কর্মরত সিভিক ভোলেন্টার্স দের করোনা টেস্ট করা হয়।
উল্লেখ্য গতকালই কাখড়তলা থানার ওসি জাহিদুল ইসলাম করোনা পজিটিভ হয়ে হোম আইসুলেশনে আছে।
এছাড়াও গত পাঁচদিন পুর্বে সিউড়ী সুপার স্প্যাশালিটি হাসপাতাল থেকে এক করোনা আক্রান্ত মহিলা কে ছেড়ে দেওয়া হয়েছিল। সেই মহিলা বাবুইজোড় সিউড়ী রুটের যে বাসে এসেছিলেন সেই সব বাসযাত্রীদেরও আজ কোভিড টেস্ট করা হয়।
লালারসের নমুনা পরীক্ষা ( বীরভূম )
লালারসের নমুনা পরীক্ষা ( বীরভূম )
Gepostet von ACN Life News am Dienstag, 1. September 2020
ঐ বাসের যাত্রী বড়রা গ্রামের বাসিন্দা পুজা অধিকারি বলেন সেদিন থেকেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।আজ কোভিড টেস্ট করা হলো।
এবিষয়ে বড়রা হাসপাতালে দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃঅশোক গুপ্তা বলেন সরকারি নিয়ম মেনেই আজ স্থানীয় দের কোভিড টেস্ট করা হচ্ছে।রিপোর্ট এলে সেইমত ব্যবস্থা নেওয়া হবে।