আজ বাঙালি ব্যস্ত ধনদেবীর আরাধনায়।দুর্গাপুজো শেষ করে কোজাগরী পূর্ণিমার দিন লক্ষীপুজোয় মেতেছেন গ্রাম থেকে শহরের গৃহস্থবাড়ি। তবে লক্ষীপুজোর দিনেই বিজয়াদশমী পালন হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ার মদনতোড় গ্রামের মুখার্জি পরিবারে। কিন্তু হঠাৎ কেন এই আজব রীতি?
পরিবারের দাবি, পারিবারিক দুর্গাপুজোয় দেবীমূর্তির অঙ্গহানি হয়েছিল। তারপর এই ত্রুটির কারনে দেবী স্বপ্নাদেশ দিয়ে জানিয়েছেন ফের একই আচার মেনে চারদিনের পুজো করতে হবে।
https://www.facebook.com/230205334351193/videos/809170219816912
পরিবার সূত্রে জানা যায় মাটির প্রতিমা গত সোমবার বিসর্জনের পর কুলগুরুর নির্দেশে পরেরদিন মঙ্গলবার থেকেই শুরু হয়েছে মুখার্জিবাড়ির অকাল শারোদৎসব। সেই হিসাবে আজ পুজোর চতুর্থ দিন। দিন মেনে বিজয়াদশমী। কিন্তু এদিনই আবার লক্ষীপুজো। তবে দ্বিতীয়বারের দুর্গাপুজো মুখার্জিবাড়িতে করা হচ্ছে ঘটে পটে।
জানা যায় প্রায় সাড়ে তিনশো বছরের পুরোনো মুখার্জী পরিবারের দুর্গাপুজো ।
পরিবারের পুরোহিত উত্তম গোস্বামী জানান প্রতিমা বিসর্জনের সময় সরস্বতী প্রতিমার একটি হাত কোনো কারণবশত ভেঙে যায়।এই ত্রুটির কারনে শাস্ত্র মেনে ফের পুজো হচ্ছে।
কুলগুরুর নিদান, ” মায়ের আদেশে পুজোর না করলে মুখার্জী পরিবারের বংশে আর বাতি দেওয়ার থাকবে না।”
অগত্যা গুরুর আদেশ শিরোধার্য করে দুবার দুর্গাপুজো হচ্ছে মদনতোড়ের মুখার্জি বাড়িতে।