Home Malda নাবালকের সঙ্গে যুবতির প্রেম ! স্ত্রীর অধিকার পেতে ধরনা প্রেমিকার

নাবালকের সঙ্গে যুবতির প্রেম ! স্ত্রীর অধিকার পেতে ধরনা প্রেমিকার

হরিশ্চন্দ্রপুর, ২৮ জুলাই : প্রেমিকের ১৫ এবং প্রেমিকার ২৫ । নাবালক ‘স্বামী’র সঙ্গে ঘর করতে চেয়ে তার বাড়ির সামনে ধরনা প্রেমিকার । এমন ঘটনাই দেখা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের গিধিনপুকুর গ্রামে ।

 

 

 

 

রং নাম্বারে ফোন । তারপর ভালোবাসা, সহবাস এবং শেষে বিয়ে । এখন ধোকা । অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে একাধিকবার সহবাস করে প্রেমিক ৷ এমনকি ইসলামীক শরিয়ত মোতাবেকে বছর খানেক আগে তাদের গোপনে বিয়েও হয় । বিয়ের পরেই বদলে যান প্রেমিক বাবাজি ৷ প্রেমিকাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার ৷ এদিকে প্রেমিকাও নাছোড় ৷ ওই ছেলের সঙ্গেই ঘর-সংসার করবে বলে প্রতিজ্ঞা নিয়ে ছেলের বাড়ির সামনেই ধরনায় বসে রয়েছে । ছেলে ও তার পরিবারের লোকেরা সকাল থেকে বাড়ির গেটে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে বলে খবর ।

 

 

 

 

 

 

 

 

 

 

জানা যায়, গিধিনপুকুর গ্রামের বাসিন্দা নৌসাদ আলির ছেলে মাজেরুল ইসলামের(১৫) সঙ্গে দুই বছর ধরে প্রেম করেন বরুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপখোড় গ্রামের বাসিন্দা বাবুল হকের মেয়ে আক্তারি খাতুন(২৫) । এমনকি বছর খানেক আগে তাদের গোপনে বিয়েও হয়েছে বলে দাবি প্রেমিকার । ছেলে মেয়ের একসঙ্গে জয়েন্ট ছবিও রয়েছে ।

 

 

 

 

 

 

 

 

 

প্রেমিকা আক্তারি খাতুন জানান, রং নাম্বারে ফোন কল থেকে দুইজনের মধ্যে প্রেমের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে । ছেলের সঙ্গে একাধিকবার সহবাসও হয়েছে । সে তাঁর সঙ্গে স্ত্রীর মতো ব্যবহারও করেছে । বছরখানেক আগে তাঁর এক আত্মীয়র বাড়িতে গোপনভাবে ইসলামিক শরিয়ত মোতাবেকে তাঁদের বিয়েও হয় । ছেলের পরিবারের লোকেরা তাদের সম্পর্কের কথা সব জানে । এখন ছেলে এবং তার পরিবারের লোকেরা তাকে মানতে অস্বীকার করছে । বুধবার সকালে ছেলের বাড়িতে গেলে ছেলের মা তাকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ।

 

 

 

 

 

 

 

 

 

অপরদিকে ছেলের মা নুরসেবা বিবি জানান, তার ছেলে নাবালক । বয়স ১৫ । তাঁদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই । এবিষয়ে এলাকার কেউ জানে না । তাদের যদি বিয়ে হয়ে থাকে তাহলে কেন কোনও প্রমাণ দেখাতে পারছে না । মাস দুয়েক আগে তাঁর ছেলেকে মেয়েটি ও তার পরিবারের লোকেরা অপহরণ করে নিয়ে গিয়ে বাড়িতে আটক করে রেখেছিল । পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ।

 

 

 

 

 

 

 

আক্তারি খাতুনের দাবি, “আমাদের দু’বছরের সম্পর্ক ৷ একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে মাজেরুল ইসলামের সঙ্গে ৷ এমনকি আমাদের বিয়েও হয়েছে । মৌলভী এখন বিয়ের কাগজপত্র দিতে অস্বিকার করছে ।”

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments