সমাধানের খোঁজে ঘন ঘন চুলে কেমিক্যাল ডাই বা কালারিং করাচ্ছেন। কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। কেমিক্যাল ডাই বা কালারিং পাকা চুলকে সাময়িকভাবে কালো করে দেয়। কিন্তু বড় ক্ষতি করে চুলের। চুলের আর্দ্রতা হারিয়ে যায়। চুল পাতলা হয়ে উঠতে শুরু করে। তাছাড়া চুলে কালার করালেও রুট টাচআপ দেওয়া হয় না। ফলে চুলের গোড়া সাদাই থেকে যায়। আর যতদিন যায় এই সাদাভাব আরও বাড়তে থাকে। তাহলে উপায় কী? সমাধান রয়েছে আপনার হেঁশেলে। রইল পাকা চুল দূর করার সহজ ৫ টোটকা।ঝিঙে: এই অতিসাধারণ আনাজ যে আপনার চুলের সমস্যা দূর করতে পারে, তা কি জানেন? ঝিঙে টুকরো টুকরো করে কেটে নারকেল তেলের শিশিতে ডুবিয়ে রাখুন। রোদে বসিয়ে রাখতে পারেন।
তিন-চার দিন পর তেলটা একটু ফুটিয়ে নিন। দেখবেন তেল কালো হয়ে গিয়েছে। এবার এই কালো তেল দিয়ে চুলে মালিশ করুন। ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে নেবেন। এতে পাকা চুলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন।এছাড়াও আপনারা আরো অন্যান্য উপাদান যেমন,পেঁয়াজ: চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে আপনি নিশ্চয়ই পেঁয়াজের রস ব্যবহার করছেন। এবার পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পেঁয়াজ বাটা ব্যবহার করুন। পেঁয়াজ হল এমন এক উপাদান, যা চুলের যে কোনও সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে।
কারি পাতা: চুলের যত্নে কারি পাতার মতো কার্যকর উপায় খুঁজে পাওয়া কঠিন। নারকেল তেলের সঙ্গে কারি পাতা ও মেথি দানা ফুটিয়ে নিন। এই তেল দিয়ে আপনি রোজ চুল ও স্ক্যাল্প মালিশ করতে পারেন।