আমাদের জীবনের কিছু কিছু সামান্য জিনিস আছে যেই গুলি আমরা জানিনা।তবে চলুন জেনেনি।1স্ট হলো। – আমরা ফোনে চার্জ এ বসাই অনেক খুন লাগে চার্জ হবে তবে আপনি কি জানেন যে ফোনে টি কে যদি আপনি ফ্লাইট মড বা এরোপ্লেন মড করে রাখেন তবে 3 গুণ তাড়াতাড়ি চার্জ হবে।
2ন্ড হলো – অ্যালবার্ট আইনস্টাইন এর মতে ,’ যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ 4 বছরের মধ্যে মারা যায়।
3র্ড হলো – একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় তার মায়ের মাধ্যমে।
4র্থ হলো – মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে আর মিথ্যা কথা বলার সময় হাত গুলো স্থির থাকে।
5থ – কোনো নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে 21 দিন।
এছাড়াও ,মধু একমাত্র খাদ্য যা কোনো দিন নষ্ট হয়না।
এবং গরুকে সিড়ি দিয়ে ওঠানো যায় তবে নামানো যায়না।
মানুষ মারা যাবার পরও তাদের নখ ও চুল বাড়ে ।
ডান হাতে খাবার সময় মানুষেরা ডান চোয়াল ব্যাবহার করে।
আমাদের পাকোস্থলিতে যে অ্যাসিড রয়েছে টা রেজর ব্রেড গলিয়ে ফেলতে সক্ষম।
মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যত তথ্য রয়েছে তার 5 গুণ তথ্য ধারণ ক্ষমতা রাখে।