Home কি ভাবে জীবনের কিছু অজানা কথা জেনে নেওয়া যাক

জীবনের কিছু অজানা কথা জেনে নেওয়া যাক

আমাদের জীবনের কিছু কিছু সামান্য জিনিস আছে যেই গুলি আমরা জানিনা।তবে চলুন জেনেনি।1স্ট হলো। – আমরা ফোনে চার্জ এ বসাই অনেক খুন লাগে চার্জ হবে তবে আপনি কি জানেন যে ফোনে টি কে যদি আপনি ফ্লাইট মড বা এরোপ্লেন মড করে রাখেন তবে 3 গুণ তাড়াতাড়ি চার্জ হবে।

2ন্ড হলো – অ্যালবার্ট আইনস্টাইন এর মতে ,’ যদি পৃথিবীতে মৌমাছি না থাকে তাহলে পৃথিবীর সব মানুষ 4 বছরের মধ্যে মারা যায়।
3র্ড হলো – একজন মানুষের উচ্চতা নির্ধারিত হয় তার বাবা ও তার ওজন নির্ধারিত হয় তার মায়ের মাধ্যমে।
4র্থ হলো – মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে আর মিথ্যা কথা বলার সময় হাত গুলো স্থির থাকে।

5থ – কোনো নতুন অভ্যাস তৈরি হতে মানুষের সময় লাগে 21 দিন।
এছাড়াও ,মধু একমাত্র খাদ্য যা কোনো দিন নষ্ট হয়না।
এবং গরুকে সিড়ি দিয়ে ওঠানো যায় তবে নামানো যায়না।
মানুষ মারা যাবার পরও তাদের নখ ও চুল বাড়ে ।

ডান হাতে খাবার সময় মানুষেরা ডান চোয়াল ব্যাবহার করে।
আমাদের পাকোস্থলিতে যে অ্যাসিড রয়েছে টা রেজর ব্রেড গলিয়ে ফেলতে সক্ষম।
মানুষের মস্তিষ্ক উইকিপিডিয়াতে যত তথ্য রয়েছে তার 5 গুণ তথ্য ধারণ ক্ষমতা রাখে।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments