Home Train সিউড়ি শিয়ালদহ ট্রেনের খুঁটিনাটি চলুন যেনে নেওয়া যাক

সিউড়ি শিয়ালদহ ট্রেনের খুঁটিনাটি চলুন যেনে নেওয়া যাক

এটি হলো এমন একটি ট্রেন যেটিতে চড়ে সকাল সকাল কলকাতা পৌঁছান যায়।বছরের পর বছর ধরে সিউড়ির বাসিন্দাদের দাবি ছিল তাই ।দীর্ঘদিনের সেই দাবি দাওয়া মেনে ভারতীয় রেলের তরফ থেকে রবিবার সিউড়ি থেকে শিয়ালদহ পর্যন্ত এবং শিয়ালদহ থেকে সিউড়ি পর্যন্ত একজোড়া ট্রেন চালু করা হয়।তবে খুব বেশি মানুষ যানে না এই ট্রেনের সম্পর্কে তবে চলুন এই সম্পর্কে তথ্য আপনাদের দি ।

ট্রেনটি রবিবার চালু হওয়ার পর সাধারণ মানুষদের মধ্যে একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করছে। এই সকল প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হল এই ট্রেনের ভাড়া কত? এছাড়াও এই ট্রেনে কোন এসি কামরা, রিজার্ভেশন কামরা, টয়লেট ইত্যাদি রয়েছে কিনা?

০৩১৭৯ শিয়ালদহ সিউড়ি মেমু এক্সপ্রেস ট্রেনটি শিয়ালদহ থেকে প্রতিদিন বিকাল ৫:২৫ মিনিটে শুরু করে এবং সিউড়ি এসে পৌঁছাবে রাত্রি ১০:১৫ মিনিটে। অন্যদিকে ০৩১৮০ সিউড়ি শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি সিউড়ি থেকে প্রতিদিন ছাড়বে সকাল ৫:২০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৫৭ মিনিটে। এই ট্রেনের স্টপেজগুলি হল সিউড়ি, দুবরাজপুর, পাণ্ডবেশ্বর, অন্ডাল, দুর্গাপুর, বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি, শিয়ালদহ।

সিউড়ি থেকে শিয়ালদহ অথবা শিয়ালদহ থেকে সিউড়ি পর্যন্ত এই ট্রেনের ভাড়া পড়বে যাত্রী পিছু ৯৫ টাকা।সিউড়ি থেকে অন্ডাল অথবা অন্ডাল থেকে সিউড়ি এই ট্রেনের ভাড়া পড়বে যাত্রী কিছু ৩৫ টাকা। ট্রেনটির ভিতরে রয়েছে যে সমস্ত জিনিস চলুন সেই সম্পর্কে জানা যাক রয়েছে টয়লেট , প্রবীণ নাগরিকদের জন্য ও মহিলা এবং ভেন্ডারদের জন্য আলাদা করে কামরা।

তবে এই ট্রেনটিতে কোনরকম রিজার্ভেশন অথবা এসি কামরা নেই। রিজার্ভেশন অথবা এসি কামরা না থাকলেও ট্রেনটি আরামদায়ক বলেই দাবি করেছেন এই ট্রেনের প্রথম যাত্রীরা। এছাড়াও তাদের দাবি, দ্রুতগতিতে

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments