শুটকি খুঁটিতে ভয়াবহ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে । আজ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা কোস্টাল থানার দিঘা মোহনায়। এই দিন দুপুরের দিকে হঠাৎ করে শুটকি মাছের খটির দিকে গ্যাসের সিলিন্ডারটি ফেটে আগুন লাগে।
প্রায় তিনটি শুটকি মাছের খুঁটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে, দিঘা কোস্টাল থানার পুলিশ ও রামনগরের দমকলের কর্মীরা। ঘটনাস্থলে রামনগর থেকে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়।
প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল আধিকারিকদের প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্তে শুরু করেছে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।