ব্যাপক ভাইরাল হয় সেই ভিডিয়োগুলো। অবাক করে সেই দৃশ্যগুলো আমাদের। কখনও কোনও প্রাণীর চরম বুদ্ধিমত্তার সঙ্গে শিকার করা, কখনও আবার কোনও প্রাণীর অদ্ভুত স্বভাব দেখে আমাদের চক্ষু চড়কবৃক্ষে ওঠে। সম্প্রতি তেমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, সিংহীর (Lioness) আক্রমণ থেকে বাঁচাতে মা জিরাফ (Mother Giraffe) তার খুদে সন্তানকে রক্ষা করছে। ছোট্ট সেই ক্লিপটি দেখতে গিয়ে আপনার চোখের পলক পড়বে না।
জঙ্গলে প্রতিদিন কী ঘটে চলেছে তা আমরা আন্দাজ করতে পারি না। সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু ঘটনা আমাদের সামনে আসে।ইনস্টাগ্রামে animal.worlds11 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্লিপটিতে ধরা পড়েছে, ছোট্ট একটি জিরাফ শাবক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল।
হঠাৎই দৌড়তে-দৌড়তে এসে তাকে আক্রমণ করে একটি সিংহী। বনের রানী ছোট্ট প্রাণীটিকে এমন ভাবেই জাপ্টে ধরেছিল যে, তার নড়াচড়ার জো ছিল না। এমনই সময় বাচ্চা জিরাফটির মা দৌড়তে দৌড়তে এসে পৌঁছয় ঘটনাস্থলে। আর তাকে দেখার পরেই মারছুট দেয় সিংহী।মা জিরাফের এহেন সাহসীকতার পরিচয় যেন নেটপাড়ার লোকজনের মন জিতে নিয়েছে।