বীরভূম জেলা কংগ্রেসের উদ্যোগে এবং জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রসিদের আহ্বানে লোকাল ট্রেন চালানোর দাবীতে আজ লোহাপুর, মুরারই, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, বোলপুর, দুবরাজপুর ও সিউড়ি রেল স্টেশনে স্মারকলিপি প্রদান করা হল।
এদিন বীরভূম জেলার দুবরাজপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারকে কংগ্রেসের কর্মীরা লোকাল ট্রেন চালানোর দাবীতে এবং দুবরাজপুর রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপেজ দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
https://www.facebook.com/230205334351193/videos/697637894217463
দুবরাজপুর ব্লক কংগ্রেস সভাপতি মদনমোহন ঘোষ জানান, দীর্ঘদিন লক ডাউনের ফলে সাধারন মানুষের অসুবিধার কথা মাথায় রেখে লোকাল ট্রেন চালানোর দাবীতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হল। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই দুবরাজপুর থানার বিশাল পুলিসবাহিনী ও আর.পি.এফ ছিল তৎপর।