দীর্ঘ দিন বন্ধ থাকার পর রাজ্যে বুধবার থেকে শুরু হয়েছে লোক্যাল ট্রেন পরিষেবা । কিন্তু এখনো ঐ পরিষেবা থেকে বঞ্চিত বাঁকুড়া । ফলে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় টোটো, অটো চালক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা ।
এই অবস্থায় আদ্রা ডিভিশনের বিষ্ণুপুর খড়গপুর রুটে লোকাল ট্রেন চালানোর দাবীতে আন্দোলনে নামলেন বিষ্ণুপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রাজীব কান্তি রায় । এদিন তার নেতৃত্বে বিষ্ণুপুর স্টেশন ম্যানেজারকে ডেপুটেশন দিলেন শহরের টোটো, অটো চালকরা ।
https://www.facebook.com/230205334351193/videos/2451138021856395
অনান্য রুটে লোকাল ট্রেন চালু হলেও আদ্রা ডিভিশনের এই রুটে লোকাল ট্রেন চলাচলের বিষয়ে কোনো ঘোষনা হয় নি । দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় ব্যবসায়ী সহ টোটো চালক , রিক্সা চালকরা মারাত্মক সমস্যায় ।
করোনার জেরে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সংকটজনক । এই অবস্থায় লোকাল ট্রেন চলাচল জরুরী । বিষ্ণুপুর স্টেশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকের হাতে দাবী সনদ পেশ করা হল ।
উচ্চ কতৃপক্ষকে জানিয়ে সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি । পোষ্টার হাতে মিছিল ও করেন স্থানীয়রা বিষ্ণুপুর স্টেশনে ।