তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল নিজাম প্যালেস থেকে সিবিআই কে নিজ সম্পত্তির হদিশ দিল।
এদিন বোলপুর সিয়ান এলাকাতে ৫০ বিঘা জমির হদিশ পাওয়া গেছে , যার মূল্য কয়েক কোটি টাকা।
একই সঙ্গে বোলপুর কালিকাপুর জায়গাতে রয়েছে বিরাট একটি চালকল। তার মূল্য কয়েক কোটি টাকার । স্থানীয়রা দের দাবি যে রাইস মিল টি রয়েছে অনুব্রত মন্ডলের সেটি জেলা সভাপতি হাওয়ার পর নিজে ক্রয় করেছেন। অনুব্রত মন্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি কী সিবিআই বজোয়াপ্ত করবে , তা আগামী দিনে ই বোলে দেবে ।