চলতি মাসের শেষ লকডাউনে শুনশান ভাতাড় বাজার।
আগস্ট মাসের আজ 31 তারিখ। এ মাসের শেষ লকডাউন 100% সফলতা ভাতাড় বাজারে।
কেবলমাত্র ওষুধের দোকান ছাড়া কোন দোকান খোলা নেই ভাতাড় বাজারে।
সফল লকডাউন ( ভাতাড় )
Gepostet von ACN Life News am Montag, 31. August 2020
পুলিশের নজরদারি রয়েছে চোখে পড়ার মতো।
বেশকিছু গাড়িকে আটক করে ভাতাড় থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়।
সমস্ত মানুষ এই লকডাউন কে মেনে নেওয়ায় 100% সফলতা পেয়েছে বলে এলাকার মানুষদের দাবি।