ভারতের বিচার ব্যবস্থায় বিরােধ নিষ্পত্তির এক অভিনব বিকল্প রূপ এবং সাম্প্রতিক সংযােজন হল লোক আদালত। প্রত্যেক বছরেই জেলা আদালত গুলিতে লক আদালত অনুষ্ঠিত হয়ে থাকে।
প্রতি বছরের ন্যায় বর্ধমান জেলা আদালতে লক আদালত অনুষ্ঠিত হল আজ । জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপস্থিত হয়েছেন এই লোক আদালতে। এইদিন এই লক আদালতে নয়টি বেঞ্চে কাজ হচ্ছে । নয়টি বেঞ্চে খুব ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভালোই সাড়া পাওয়া যাচ্ছে জেলার মানুষের কাছ থেকে। প্রায় ৮ হাজার টি মামলার মীমাংসা হচ্ছে এদিন।
জেলা উপভোক্তা বিরোধ নিষ্পত্তি ফোরামেও একই ভাবে চলছে কাজ। আশা করা যাচ্ছে এটি ভীষণভাবে সাফল্য পাবে।