Home খবর ঘর পরিষ্কার করার টোপ দিয়ে লুট করে গেলো লোখাদিক টাকা

ঘর পরিষ্কার করার টোপ দিয়ে লুট করে গেলো লোখাদিক টাকা

ঘরের কাজের জন্য এ দিন দুই মহিলা ফ্ল্যাটে ঢুকে বন্দনাদেবীর মুখে রুমাল চেপে ধরে বলে অভিযোগ।অবসরপ্রাপ্ত শিক্ষিকা বন্দনা মুখোপাধ্যায় ওই আবাসনের দোতলার ফ্ল্যাটে একাই থাকেন। পুলিশ সূত্রের খবর, অবসরপ্রাপ্ত শিক্ষিকা বন্দনা মুখোপাধ্যায় ওই আবাসনের দোতলার ফ্ল্যাটে একাই থাকেন। ঘরের কাজের জন্য এ দিন দুই মহিলা ফ্ল্যাটে ঢুকে বন্দনাদেবীর মুখে রুমাল চেপে ধরে বলে অভিযোগ। বৃদ্ধা অচেতন হয়ে পড়েন।

এর পরে দুষ্কৃতীরা ২ লক্ষ ৬৫ হাজার টাকা এবং দশ ভরি সোনার গয়না নিয়ে পালায়।ঘণ্টাখানেক পরে বন্দনাদেবীর জ্ঞান ফিরলে তিনি দেখেন, আলমারি খোলা। এর পরে প্রতিবেশীদের মাধ্যমে টিটাগড় থানায় লিখিত অভিযোগ জানান তিনি। স্থানীয় সূত্রের খবর, বৃদ্ধার স্বামীও প্রধান শিক্ষক ছিলেন। বছর চারেক আগে তিনি মারা যান।

বন্দনাদেবী বলেন, ‘‘সকালে বারান্দায় বসেছিলাম। দু’জন মহিলা রাস্তা থেকে বলল, ‘বৌদি ভাল আছেন? চিনতে পারছেন? কাজের লোক লাগবে?’ তা শুনে ওদের উপরে আসতে বলি।’’,ব্যারাকপুরের আনন্দপুরী বি রোডের একটি আবাসনে ঘটনাটি ঘটেছে।বৃদ্ধার প্রতিবেশী মিতা ধর বলেন, ‘‘এই ঘটনার পরে সকলেই খুব আতঙ্কে রয়েছি।’’ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তদের খোঁজ চলছে।’’

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments