Home কটাক্ষর শিকার ডাকিনির মতো লাগছে’, সুদীপার নতুন ভিডিও দেখে ফের কটাক্ষর শিকার

ডাকিনির মতো লাগছে’, সুদীপার নতুন ভিডিও দেখে ফের কটাক্ষর শিকার

এর আগেও তার অহঙ্কারী মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি তবে এবার সুইগি ডেলিভারি বড়দের নিয়ে অপমানজনক পোস্ট করার পর থেকে যেন একটু বেশিই খেপে উঠেছে আমজনতা।এরই সাথে দিনকয়েক আগেই বাইরে এসেছে তার আর্থিক তছরুপের কারনামা। লাইভ চলাকালীনই এক ভদ্রমহিলা দাবি করেন যে, সুদীপা তার ২২ হাজার টাকা নিয়ে প্রোডাক্ট দেননি। এর সাথে আরো একটি পুরোনো খবর বাইরে আসে যেখানে তিনি নাকি একজনের থেকে শাড়ি কিনে তার প্রায় লক্ষাধিক টাকা মেরে দেওয়ার তালে ছিলেন।

যদিও সূত্রের খবর, ঐ ভদ্রমহিলা সঠিক সময়ে কড়া পদক্ষেপ নেওয়ায় টাকা ফেরত বাধ্য হয় সুদীপা। আর একটার পর একটা নোংরা কেলেঙ্কারির কথা সামনে আসতেই লোকজন বিরক্ত হয়ে পড়েছে এই সঞ্চালিকার উপর। আর তারই প্রতিফলন দেখা গেলো তার একটি সাম্প্রতিক রিলস ভিডিওতে।আসলে এখন তিনি সোশ্যাল মিডিয়ায় তাই পোস্ট করছেন তাতেই গিয়ে খিল্লি করছে নেটিজেনদের একাংশ। এই কারণে ফেসবুক অ্যাকাউন্টের কমেন্ট বক্সও নাকি এখন প্রাইভেট করে দিয়েছেন তিনি। সম্প্রতি তার একটি ভিডিও নিয়ে ব্যাপক হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভিডিওর কমেন্ট বক্স ভরে উঠেছে বিভিন্ন নেতিবাচক কমেন্টে।

ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত আইকনিক গান ‘আঁখো কি গুস্তাখিয়া’-তে লিপ মেলাচ্ছিলেন তিনি। একে তো চড়া মেকাপে তার উপর আবার এমন ফিল্টার লাগিয়েছেন তিনি যে, তা দেখে হাসি থামাতে পারছেনা নেট নাগরিকরা। আর তারপর থেকেই শুরু হয়েছে ট্রোলিং।এক জনৈক ইউজারের কটাক্ষ, ‘জঘন্য, নিজেকে ঐশ্বর্য ভাবছেন নাকি? মাথাটা পুরো গেছে।’ আরেকজন লিখেছেন, ‘ভাগ্যিস দিনে চালিয়েছি, রাতে চালালে পাক্কা হার্ট অ্যাটাকে মরতাম’।সবে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে হাসির খোরাক হয়ে উঠেছেন সুদীপা চ্যাটার্জী।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments