পূর্ব বর্ধমান, ২৫ জুলাই : পূর্ব বর্ধমানের ভাতারের বড়পোশলা গ্রামে ও মঙ্গলকোটের মশারু, ছোট পোশলা ও পলসোনা গ্রামে ঝাংলাই পূজা অনুষ্ঠিত হল ।
এই সমস্ত গ্রামে সারা বছরই দেখা যায় জ্যান্ত দেবি বিষধর কেউটে প্রজাতির সাপের । দেবিজ্ঞানে পুজো করেন গ্রামবাসীরা । সকালে মন্দিরে দেবী মা ঝাংলাই পুজো নিয়ে যান ।
পুজোর দিন মন্দিরে দেখা যায় মা ঝাংলাই দেবির । মা ঝাংলাই নিয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী ।
গ্রামবাসীরা জানান, মা ঝাংলাই কেউটে প্রজাতির এক ধরনের বিষধর সাপ । কাউকে কামড়ায় না । গ্রামের মানুষজন এই বিষধর সাপের সঙ্গে বসবাস করে আসছেন দীর্ঘদিন । প্রতিবছর গুরু পূর্ণিমার পরের দিন ধুমধামে মা ঝাংলাই পুজো পালিত হয় । পুজোর দিন মা ঝাংলাই মন্দিরে পুজো নিয়ে যান । দেবী জ্ঞানে পুজো করেন গ্রামবাসীরা ।
গত বছর থেকে করোনার জন্য অল্পসংখ্যক দোকানপাট বসেছে গ্রামে । মায়ের দর্শন পেতে দূর-দূরান্ত থেকে মানুষজন মন্দির প্রাঙ্গণে হাজির হয়েছে । সব মিলিয়ে মা ঝাংলাই পুজো কে কেন্দ্র করে ভাতার ও মঙ্গলকোটের চারটি গ্রাম সাজো সাজো রব ।