Home বর্ধমান জেলা jelar khobor চিরচারিত প্রথা মেনে মহাসমারোহে পালিত হল মা ঝঙ্কেশ্বরী পূজা

চিরচারিত প্রথা মেনে মহাসমারোহে পালিত হল মা ঝঙ্কেশ্বরী পূজা

পূর্ব বর্ধমান, ২৫ জুলাই : পূর্ব বর্ধমানের ভাতারের বড়পোশলা গ্রামে ও মঙ্গলকোটের মশারু, ছোট পোশলা ও পলসোনা গ্রামে ঝাংলাই পূজা অনুষ্ঠিত হল ।

 

 

 

 

এই সমস্ত গ্রামে সারা বছরই দেখা যায় জ্যান্ত দেবি বিষধর কেউটে প্রজাতির সাপের । দেবিজ্ঞানে পুজো করেন গ্রামবাসীরা । সকালে মন্দিরে দেবী মা ঝাংলাই পুজো নিয়ে যান ।

 

 

 

 

 

 

পুজোর দিন মন্দিরে দেখা যায় মা ঝাংলাই দেবির । মা ঝাংলাই নিয়ে রয়েছে নানান অলৌকিক কাহিনী ।

 

 

 

 

গ্রামবাসীরা জানান, মা ঝাংলাই কেউটে প্রজাতির এক ধরনের বিষধর সাপ । কাউকে কামড়ায় না । গ্রামের মানুষজন এই বিষধর সাপের সঙ্গে বসবাস করে আসছেন দীর্ঘদিন । প্রতিবছর গুরু পূর্ণিমার পরের দিন ধুমধামে মা ঝাংলাই পুজো পালিত হয় । পুজোর দিন মা ঝাংলাই মন্দিরে পুজো নিয়ে যান । দেবী জ্ঞানে পুজো করেন গ্রামবাসীরা ।

 

 

 

 

 

 

গত বছর থেকে করোনার জন্য অল্পসংখ্যক দোকানপাট বসেছে গ্রামে । মায়ের দর্শন পেতে দূর-দূরান্ত থেকে মানুষজন মন্দির প্রাঙ্গণে হাজির হয়েছে । সব মিলিয়ে মা ঝাংলাই পুজো কে কেন্দ্র করে ভাতার ও মঙ্গলকোটের চারটি গ্রাম সাজো সাজো রব ।

 

 

 

 

 

Most Popular

ইসলামাবাদের বাজারে ভয়াবহ আগুন,।

শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।দমকলের দশটি গাড়ি কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে...

হাসিমুখে তিন সিংহ এর পিছনে হাঁটছেন তরুণী ভাইরাল ভিডিও।

একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনটি সিংহকে আগে নিয়ে পেছনে হাসিমুখে তরুণী হেটে চলেছে। বেশ ভালই প্রতিক্রিয়া পেয়েছে এই ভিডিওটি।গার্লফ্রমপ্যারাডাইস৯’ নামের একটি...

আলিয়া ভট্ট মাতৃত্ব এর সময়কাল কেমন উপভোগ করছেন তিনি।

মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’’ এই প্রসঙ্গেই আলিয়ার কাছে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা...

ক্রিকেট খেলতে গিয়ে হৃদ্‌‌রোগে মৃত্যু হলো দশম শ্রেণির ছাত্রের।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে।বুধবার কানপুরে বিলহাউর এলাকায় বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল অনুজ। ব্যাটিং করছিল সে। রান নিতে গিয়ে দৌড়নোর সময় আচমকা পড়ে যায় ওই...

Recent Comments