শুক্রবার পান্ডুয়া সরাই তিন্না পঞ্চায়েতের অন্তর্গত ষষ্ঠীতলা এলাকায় একটি পুকুরে মাছ ধরছিলেন ৫ মৎস্যজীবী। সেই সময় পঙ্কজ মালি নামে এক মৎস্যজীবীর পায় ঠেকে।
ওই মূর্তিটি প্রথমে তিনি ফেলে দেন।তিনবারের বার মূর্তি টিকে তুলে নিয়ে বাড়িতে আসেন।পরিবারের লোকজন সেটিকে পুজো করতে শুরু করে ।তাদের অনুমান মূর্তিটি সম্পূর্ণ রূপোর।
https://www.facebook.com/230205334351193/videos/399169191135138
বেলা বাড়তেই খবর জানাজানি হতেই ভিড় জমে পঙ্কজের বাড়িতে। খবর পেয়ে হাজির হয় পান্ডুয়া থানার পুলিশ । মূর্তিটি কে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অ্যালুমিনিয়াম জাতীয় ধাতব বস্তু। কোন ব্যক্তি চুরি বা ডাকাতি করে পুকুরে ফেলে দিয়ে যায়। পরে জাল ফেলতে গিয়ে জেলেদের জালে উঠে আসে গোটা বিষয়টি তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ।