এসিএন লাইফ নিউজ, ৩ নভেম্বর : বোনের জামাইকে লাঠি দিয়ে পিটিয়ে মারল শ্যালক । কারণ জামাই বারংবার আসতেন শ্বশুড়বাড়ি । এনিয়ে আপত্তি জানিয়েছিলেন বছর ২৫-এর যুবক । কিন্তু সেই আপত্তির ধার-ধারেননি জামাই । শেষমেষ রাগের বশে লাঠি দিয়ে পিঠিয়ে মেরে ফেললেন জামাইকে ।
এমনই অবিশ্বাস্য খুনের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায় । অভিযুক্ত যুবককে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ । মৃত ব্যক্তির নাম বিনোদ পান্দ্রে । বয়স ৩২ ।
জানা যায়, মৃত ব্যক্তি অভিযুক্ত দীপক কুমারের বোনের স্বামী ছিলেন । তিনি হীরাওয়াড়ি গ্রামের বাসিন্দা ।
দিনকয়েক আগে সস্ত্রীক শ্বশুরবাড়ি আসেন বিনোদ । যা নিয়ে সোমবার রাতে বাদানুবাদ শুরু হয় শ্যালক-ভগ্নিপতির মধ্যে । সেই সময় রাগের বশে বোনের জামাইকে্ লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলে অভিযুক্ত যুবক দীপক । ঘটনায় তাকে গ্রেফতার করা হয় ।