নায্য পাওনা আদায়ের দাবিতে মিছিল বিক্ষোভ প্রদর্শন ডি.ভি.সি’র শ্রমিকদের ।
সি.এল বোনাস হলিডে সহ একাধিক প্রাপ্য সুবিধাগুলি ফিরে পাওয়ার দাবী নিয়ে বিক্ষোভ মিছিলের পথে হাটল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মেইন্টেনেন্স সহ বিভিন্ন বিভাগের ঠিকা শ্রমিকরা । এই মিছিলে পা মেলান কারখানার ২৫০০থেকে৩০০০ জন শ্রমিক । বুধবার বিকেল নাগাদ ডি. ভি. সি তাপবিদ্যুত কেন্দ্র সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি লগপাড়া পরিক্রমা দুর্লভপুর মোড়ে শেষ হয় ।
মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের দাবী , আমরা দীর্ঘদিন যাবৎ বিভিণ্ণ ঠিকাদারী সংস্থার অধীনে কাজ করে আসছি মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে । কিন্তু সংস্থাগুলি আমাদেরকে সি.এল , বোনাস , কাজ অনুসারে প্রাপ্য মজুরী সহ একাধিক সুবিধা থেকে বঞ্চিত করছে । এ নিয়ে আমরা বার বার আবেদন জানালেও কোনো সুরাহা মেলেনি ডি.ভি.সি তরফে ।
এর আগে আমরা ২মার্চ ডি.ভি.সি কর্তৃপক্ষের কছে আমাদের দাবি গুলি জানিয়ে ছিলাম তারা আমাদের দাবি গুলি ১৫আক্টোবরের মধ্যে সমধান করার আশ্বস দেন । ১৫আক্টোবরের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়ব।