এসিএন লাইফ নিউজ, ২৫ জুলাই : টানা বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র । এএনআই সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রবল বর্ষণ ও ভূমিধসে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১১২ জনের । নিখোঁজ অত্যন্ত ৯৯ জন । কমপক্ষে গুরুতর আহত ৫৫জন ।
লাগাতার বৃষ্টিতে ভূমিধসের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত রায়গড় জেলা । মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি এখানে । ইতিমধ্যেই পরিস্থিতি ঘুরে দেখে গেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ।
রাজ্য সরকারের তথ্য অনুসারে বন্যা কবলিত এলাকা থেকে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে । বৃষ্টিতে বিপর্যস্ত বেশ কিছু জেলা । সাঙ্গলি জেলার যে সব গ্রাম জলের তলায় সেখান উদ্ধার কাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।
অন্যদিকে, মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির জল রাস্তা এবং জমিতে প্রবেশ করেছে । আজ সকালে কৃষ্ণা নদীর জলস্তর নেমে যাওয়ার পর সাঙ্গলির রাস্তার ঘুরতে দেখা যায় কুমিরকে । জলমগ্ন বিভিন্ন এলাকায় চলছে উদ্ধার কাজ ।
ছবি সৌজন্য : এএনআই টুইটার