এসিএন লাইফ নিউজ ডেক্স, ১১ অগাস্ট : হিমাচল প্রদেশের কিন্নরে ভয়াবহ ধস । এর জেরে আটকে পড়েছে একটি বাস সহ আরও বেশ কিছু গাড়ি । ৪০-এর বেশি জন ধ্বংসস্তূপে আটকে রয়েছে বলে আশঙ্খা করছেন উদ্ধারকারীরা ।
ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক জানান, কিন্নর জেলার রেকং পেও থেকে শিমলা যাওয়ার সময় ধস নামে । ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি । উদ্ধার চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এবং স্থানীয় দল ।
ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি । অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ধসের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে । উদ্ধারকাজে হিমাচল সরকারকে যাবতীয় সাহায্যের জন্য আইটিবিপিকে নির্দেশ দিয়েছেন অমিত শাহ।
উল্লেখ্য, হিমাচল প্রদেশেপ্রকৃতির রোষ ভয়ঙ্কর আকার নিয়েছে । হড়পা বান, একের পর এক ধস নামছে পাহাড়ে । গত এক মাসে একাধিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে হিমাচল প্রদেশে । ফের নামল ধস ।