চাঁচল, ৩০ শে জুলাই : জল বোঝায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় । ঘটনায় চাপা পড়ে মৃত্যু হয় এক বাইক চালকের । দুর্ঘটনাটি ঘটেছে মালদার চাঁচোলের ৮১ নং জাতীয় সড়কের রানীকামাত এলাকায় । মৃত ব্যক্তিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জয়ন্ত পান্ডে । বয়স ৩৪ । বাড়ি চাঁচোলের পাহাড়পুর এলাকায় । পেশাই একটি ইট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন ওই ব্যক্তি । এদিন সকালে চাঁচোলের রানীকামা এলাকা থেকে ফিরছিলেন তিনি । হঠাৎই সামনের দিক থেকে আসা জলের বোতল বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাইকচালকের উপর উল্টে যায় । স্থানীয়রা উদ্ধার করে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন ।
প্রত্যক্ষদর্শী প্রশান্ত দাস জানান, পথ দিয়ে আসছিলাম । হঠাৎ দেখি একটি পিকআপ ভ্যান পাল্টি খেয়ে পড়ে রয়েছে । তার নিচে আটকে রয়েছেন এক যুবক । তৎক্ষনাৎ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
জানা গিয়েছে, জয়ন্ত বাবুর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে । এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।
এদিকে পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ ।