দীর্ঘ প্রচেষ্টার পর ষষ্ঠ ট্রাক উদ্ধারে সফল হল উদ্ধারকারী দল।রবিবার দুপুরে নাগাদ মানিকচক ঘাটের গঙ্গা নদী থেকে উদ্ধার হয় আরো একটি ট্রাক।
যদিও ট্রাক উদ্ধার হলেও কোনো দেহ উদ্ধার হয়নি।সোমবার লঞ্চ দুর্ঘটনা ঘটে মানিকচক ঘটে।তারপর থেকে টানা উদ্ধারকার্য চালিয়ে রবিবার ছয়টি ট্রাক ও দুটি দেহ উদ্ধার হয়েছে।
https://www.facebook.com/230205334351193/videos/407069460415810
এখনো নদীগর্ভে তলিয়ে রয়েছে তিনটি ট্রাক ও একটি দেহ বলে জানাচ্ছে প্রশাসন