মালদার সুজাপুর বিস্ফোরণকাণ্ডে আরেকজনের মৃত্যু। কারখানার এক মালিক আবু সায়ীদকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়েছে।মৃত বেড়ে হল ছয়।
ঘটনাস্থলে আসছে ফরেন্সিক দল। তবে এই বিস্ফোরনের নেপথ্যে কি রয়েছে ধোঁয়াশায় রয়েছে পুলিশ কর্তারা। কারন মেশিন বিভ্রাট হয়ে বিস্ফোরন হলে লোহার মেশিনে ভাঙা বা কাটার দাগ থাকতো।
https://www.facebook.com/230205334351193/videos/191302132548266
মেশিনের যে অংশ ভাঙা রয়েছে তাতে ভাঙার কোন চিহ্ন নেই।ঘটনাস্থলে আসে এসটিএফের এক প্রতিনিধি দল। সংগ্রহ করেছে বেশ কিছু নমুন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিভিশনাল কমিশনার সৈয়দ আহন্মেদ বাবা। তিন বলেন ঘটনার তদন্ত চলছে।