মালদা, ১৭ জুলাই : কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া জিনিস । ঘটনায় গ্রেপ্তার ৪ । মালদার ইংরেজবাজার থানার মিলকি ফাঁড়ির অন্তর্গত শ্যামপুর কলোনির ঘটনা । ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় বলে মিলকি ফাঁড়ির পুলিশ সূত্রে জানা যায় ।
জানা যায়, গতকাল ভোরে শ্যামপুর কলোনীর বাসিন্দা হাজির নেছমাহুমদের বাড়িতে একটি চুরির ঘটনা ঘটে । ঘটনায় মিলকি ফাঁড়িতে মূল্যবান সামগ্রী চুরি হওয়ার অভিযোগ জানানো হয় ওই পরিবারের তরফে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে মিলকি ফাঁড়ির পুলিশ । ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করে । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দামি ল্যাপটপসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী । এই ঘটনাকে মিলকি ফাঁড়ির পুলিশের সাফল্য বলেই মনে করছে মালদাবাসী ।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ৪ দুষ্কৃতীর নাম সেখ রিপন, সেখ সজিবুল, জিয়াল আনসারী এবং আলামিন আনসারী । তাদের বাড়ি মিলকি এলাকাতে ।