Home death জল পিপাশাই কাল ! বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু কৃষকের

জল পিপাশাই কাল ! বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু কৃষকের

মালদা, ১৭ জুলাই : জমিতে কাজ করতে গিয়ে সাব মার্শালের জল খেতে গিয়েছিল কৃষক । সেখানেই বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর । মৃত কৃষকের নাম সন্তোষ বাস্কে । বাড়ি হবিবপুর ব্লকের জোতমনিরাম গ্রামের তিলাসন এলাকায় । ঘটনা হবিপুর থানার ধুমপুর এলাকার । ঘটনায় শোকের ছায়া এলাকায় ।

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা নিজের জমিতে ধান চাষের জন্য কোদাল নিয়ে কাজ করতে যায় সন্তোষ । বিকালে জল তৃষ্ণা পেলে পাশে থাকা জমিতে জল দেওয়ার জন্য অন্য এক ব্যক্তির সাবমার্সেলের জল খেতে যায় সে । সেই সময় শর্ট কানেকশনে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সন্তোষ । খবর পেয়ে পরিবারের তরফে বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোযণা করে ।

 

 

 

 

 

 

 

 

 

পরিবারের দাবি, সাব মার্সেলের মালিকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে । কারণ, জমিতে জল দেওয়ার জন্য জল চালানোর পর কোনও অপারেটর ওখানে নির্দিষ্ট সময় ছিল না । গাফিলতি ছিল, তাই এমন ঘটনা ঘটেছে ।

 

 

 

 

 

 

 

 

 

হবিবপুর থানা পুলিশের তরফে ময়নাতদন্তের জন্য এদিন সকালে মৃত দেহটি মালদা পাঠানো হয় ।

 

 

 

 

 

Most Popular

আরও এক বন্দে ভারত এক্সপ্রেস আসছে, দারুণ সুবিধা উত্তরবঙ্গবাসীর

শুক্রবার DRM অফিসে রেল বোর্ডের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানালেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম দিলীপ...

প্রসেনজিৎ-এর গোপন তথ্য ফাঁস করে এ কী বললেন রচনা।

কেরিয়ারের শুরু হয় ওড়িয়া সিনেমা জগৎ থেকে। আর এতবছর ইন্ডাস্ট্রিতে থাকার দরুন তার জনপ্রিয়তাও কম নয়। আর সম্প্রতি রচনার কিছু গোপন কাহিনী প্রকাশ্যে এসেছে।প্রসেনজিৎ...

নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিজেপি, সুমন কাঞ্জিলালের দলত্যাগ করাতে!

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়,'কোন জনপ্রতিনিধি দল ছেড়ে চলে গেলে সাময়িক ক্ষতি হয়, কিন্তু সেই ক্ষতি চিরস্থায়ী হয় না। সংগঠনে কোনও প্রভাব পড়বে...

সেলিম খান , বচ্চনের কেরিয়ার ঘুরিয়ে দিয়েছিলেন, তা সত্বেও দু’জনের সম্পর্কে চিড় ,কেনো?

অমিতাভ বচ্চন সম্পর্কেই এক চমকপ্রদ মন্তব্য করে বসলেন সলমন খানের বাবা সেলিম। জঞ্জির’ ছবির হাত ধরে চিত্রনাট্যকার সেলিম খান এবং জাভেদ আখতার বলিউডে ‘অ্যাংরি...

Recent Comments