মালদা, ১৭ জুলাই : জমিতে কাজ করতে গিয়ে সাব মার্শালের জল খেতে গিয়েছিল কৃষক । সেখানেই বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হল তাঁর । মৃত কৃষকের নাম সন্তোষ বাস্কে । বাড়ি হবিবপুর ব্লকের জোতমনিরাম গ্রামের তিলাসন এলাকায় । ঘটনা হবিপুর থানার ধুমপুর এলাকার । ঘটনায় শোকের ছায়া এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলা নিজের জমিতে ধান চাষের জন্য কোদাল নিয়ে কাজ করতে যায় সন্তোষ । বিকালে জল তৃষ্ণা পেলে পাশে থাকা জমিতে জল দেওয়ার জন্য অন্য এক ব্যক্তির সাবমার্সেলের জল খেতে যায় সে । সেই সময় শর্ট কানেকশনে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সন্তোষ । খবর পেয়ে পরিবারের তরফে বুলবুলচন্ডী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোযণা করে ।
পরিবারের দাবি, সাব মার্সেলের মালিকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে । কারণ, জমিতে জল দেওয়ার জন্য জল চালানোর পর কোনও অপারেটর ওখানে নির্দিষ্ট সময় ছিল না । গাফিলতি ছিল, তাই এমন ঘটনা ঘটেছে ।
হবিবপুর থানা পুলিশের তরফে ময়নাতদন্তের জন্য এদিন সকালে মৃত দেহটি মালদা পাঠানো হয় ।