মালদা, ১১ অগাস্ট : হবিবপুরে চাকরির নামে প্রতারণা । একই সংস্থার নাম দিয়ে প্রতারণার অভিযোগ উঠল ইংরেজবাজারের ৬ নং ওয়ার্ডের ১ নং কলোনিতে । আটক করা হয়েছে সাতজন মহিলাকে । ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । সেখান থেকে কম্পিউটার ও বহু নথি উদ্ধার করেছে পুলিশ । সবকিছু খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা ।
বাড়ির মালিক অপু সাহা জানান, আমার কাছে ভাড়া নিতে এসেছিল ওরা । ওরা বলেছিল অফিস করবে । সেই মতো অফিস করেছিল ।