মালদা, ১৮ জুলাই : মানসিক ভারসাম্যহীন এক যুবতিকে উদ্ধার করল মিলকি ফাঁড়ির পুলিশ । যুবতির নাম মৌসুমী খাতুন । বয়স ১৮ । যুবতির বাড়ি পুরাতন মালদার বালিয়া নবাবগঞ্জ এলাকায় ।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মৌসুমী নিখোঁজ হয়ে যায় । মেয়ের খোঁজ পেতে পুলিশে মিসিং ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে । অবশেষে মিলকি ফাঁড়ির পুলিশ মৌসুমিকে উদ্ধার করে ।
ঘটনার বিষয়ে মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় অমৃতি এলাকায় ঘোরাঘুরি করছিল যুবতি । কর্মরত পুলিশ কর্মীরা তাঁকে দেখতে পেলে থানায় নিয়ে আসে । এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । এদিন তাকে তুলে দেওয়া হয় পরিবারের হাতে ।